নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: মেরামতির সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম ভোম্বল মাঝি (৪৫)। শুক্রবার দুপুরে বিষ্ণুপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপাল গঞ্জের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের একটি বাড়ি মেরামতির কাজ করছিলেন কয়েক জন রাজমিস্ত্রী ও ঠিকা শ্রমিক।
এদিন দুপুরে ঐ বাড়িতে কলাম তোলার সময় হঠাৎই হুড়মুড়িয়ে একটি দেওয়াল ভেঙ্গে পড়ে।আর তাতেই চাপা পড়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের।স্থানীয়দের কথায় হঠাৎই প্রচণ্ড আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে আসি। দেওয়াল চাপা পড়ে থাকা পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে