সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: ভাজনা মানিক দুয়ানী এলাকার শীতলা মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি । তদন্তে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঢোলাহাট থানা মানিক দূয়ানির ক্ষান্তমণি পুজা নামে বিখ্যাত এই শীতলা মন্দির। ফাল্গুন মাসের সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই পূজা চলে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে জাগ্রত মন্দির বলে পরিচিত।
মন্দিরের কোলাপসিবল গেট ভেঙে বিগ্রহের গলার হার, নুপুর, কানের জিনিস,সোনার চোখ থেকে আরম্ভ করে প্রণামী টাকা চুরি করে নিয়ে যায়। সেবক দের ধারণা প্রায় ১০ লক্ষাধিক টাকা এবং গয়না এবং প্রণামী টাকা চুরি হয়েছে। এমনকি চুরি হবার ভয়ে ধান বিক্রির এক লক্ষ টাকা রাখা হয়েছিল এই মন্দিরে সে টাকাও নিয়ে গিয়েছে চোরেরা। সর্বস্বান্ত মন্দিরের সেবকরা।