সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: চেন্নাই থেকে কলকাতায় আসার পথে ৫১টি জেরক্স মেশিন সহ একটি কন্টেনেটার লুট হয়ে যায় । উদ্ধার ৫১ টি জেরক্স মেশিন সহ কন্টেনার । ডায়মন্ডহারবার জেলা পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নয়নজলি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এরপর শুরু হয় তদন্ত।
ডায়মন্ড হারবার থানার পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে মৃত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম (২৭)। বাড়ি পূর্ব বর্ধমানের বারানি পুরে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য মোহাম্মদ সাদ্দাম পেশায় গাড়ী চালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম ৫ বছর ধরে মুম্বাই রুটে কন্টেনার গাড়ি চালাছে ।
১৬ তারিখ থেকে পরিবারের লোকজন সাদ্দামের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তারপর গতকাল ডায়মন্ড হারবার থানা থেকে সাদ্দামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
সাদ্দামের পরিবার শনিবার ডায়মন্ডহারবার পুলিশ মর্গে এসে মৃতদেহটি সনাক্তকরণ করে। ডায়মন্ডহারবার পুলিশ জেলা পুলিশের কাছে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। গাড়ির চালককে খুন করে কন্টেনার ভর্তি সমস্ত জেরক্স মেশিন নিয়ে চম্পট দেয় ওই গাড়ির খালাসী সাদ্দাম মোল্লা। ডায়মন্ড হারবার থানার পুলিশ সাদ্দাম মোল্লাকে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত সরিষা থেকে গ্রেপ্তার করে ।
সাদ্দাম মোল্লা (২৩) বাড়ি ডায়মন্ড হারবারে পারুলিয়া কোস্টাল থানা এলাকায়। ধৃতকে জিজ্ঞাসা করার পর একে একে উদ্ধার হয় জেরক্স মেশিন ।
প্রসঙ্গত,১২ জানুয়ারি চেন্নাই থেকে ক্যানন কোম্পানির জেরক্স মেশিনগুলি নিয়ে রওনা দিয়েছিল কন্টেনারটি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। হাওড়ার ধূলাগড়ে পৌঁছনোর পর থেকে আরও কোন খোঁজ পাওয়া যায়নি। এরমধ্যে গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরন পুলিশ জেলার হারুডপয়েন্ট কোস্টাল থানার অনন্দনগরের আরিফ সেখের বাড়ি থেকে উদ্ধার হয় চারটি জেরক্স মেশিন।
এরপর সুন্দরবন পুলিশ জেলা একটি দল তৈরী করে তদন্তে নামে। তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার রামনগর থানার ভাদুড়া থেকে লুট হওয়া কন্টেনারটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হয়েছে আরও জেরস্ক মেশিন। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল, ২১টি জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। বাকি জেরক্স মেশিনগুলির খোঁজ চলছে।
এরই মধ্যে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ বিভিন্ন থানা এলাকা থেকে খোয়া যাওয়া বাকি জেরক্স মেশিন গুলি উদ্ধার করে। ধৃত কে আগামিকাল ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে হবে । ধৃতের বিরুদ্ধে খুন , ছিনতাই সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০ টি জেরক্স মেশিন।