নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের সুভাষ সবজি বাজার সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গান্ধীজীর প্রয়াণ দিবস উদযাপন করা হল। রবিবার সকাল এগারোটা নাগাদ কান্দি পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এদিন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাসের উপস্থিতিতে গান্ধী মূর্তিতে মাল্যদান এবং গান্ধীজীর স্মৃতিচারণের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।
গান্ধীজীর প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সাম্প্রদায়িকতা বিনাশ করবার ডাক দিলেন এবং গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত হবার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান রাখলেন।