কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৫ তম প্রয়াণ দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা।রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা ওয়ার্ড কো-অর্ডিনেটর শুভময় বসু, আশিস কুন্ডু সহ পৌর আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে শুধুমাত্র গান্ধী মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাতিল করা হয় অন্যান্য অনুষ্ঠান।