সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: ফের কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর। গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে।এই খবর লেখা পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে। চলছে তল্লাশি। তল্লাশিতে অংশগ্রহণ করেছে স্থানীয় কুমিরমারি গ্রামের মানুষরা।

রবিবার নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুমিরমারী বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দুজন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দুজন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের।

তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। চলছে তল্লাশি। এখনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, অরবিন্দের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। কাঁকড়া ধরতে যাওয়ার অরবিন্দের কাছে কোনও সরকারি পরিচয়পত্র ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =