মুর্শিদাবাদের ছাতনাকান্দির রটন্তি কালিপূজো প্রায় ৫০০ বছরে পড়লো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: আনুমানিক প্রায় ৫০০ বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক কালী সাধক কালি উপাসনা করবার উদ্দেশ্যে মুর্শিদাবাদের কান্দির ছাতনাকান্দি এলাকায় আসেন, এবং কান্দি ছাতনাকান্দি এলাকায় এসে কালি উপাসনা করে সিদ্ধিলাভ করেন তিনি।

সিদ্ধিলাভ করার পর সদাশিব ঘোষালের পদবি ঘোষাল থেকে সিদ্ধান্ত রূপান্তরিত হয়, কথিত আছে এরপূর্বে কান্দির ছাতিনাকান্দি এলাকার অন্য এক স্থানে চক্রবর্তী পরিবারের হাতে এই রটন্তী কালীপূজা হত কিন্তু সদাশিব সিদ্ধান্ত সিদ্ধিলাভ করার পর থেকে কান্দির ছাতনাকান্দি সিদ্ধান্ত পরিবারে রটন্তী কালীপূজা হয়ে আসছে মহাসমারোহে।

তন্ত্র মতে পাঠা বলি সহকারে এই পুজোর দায়িত্বভার বর্তমানে চালাচ্ছেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা। মাঘ মাসের চতুর্দশীর তিথিতে এই কালীপুজো যুগ যুগ ধরে একই পদ্ধতিতে হয়ে আসছে ।এবছরও তার ব্যতিক্রম নয়। পুজোয় ফল প্রসাদের পাশাপাশি ভোগ নিবেদনের প্রথা রয়েছে ।সবমিলিয়ে হোম যজ্ঞ সহকারে রটন্তী কালীপূজা অত্যন্ত নিষ্ঠা ভরে পালন করেন সিদ্ধান্ত পরিবারের আট থেকে আশি সকলেই ।

শুধু সিদ্ধান্ত পরিবারই নয় এলাকার সকল জনসাধারণ এই পুজোয় অংশগ্রহণ করেন। এক রাত্রির পুজো শেষে পরেরদিন দুপুরে নগর পরিক্রমার মাধ্যমে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জনের পর আবার এক বছরের অপেক্ষায় থাকে সিদ্ধান্ত পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =