সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘী :: আইনি জটিলতায় ২ বছর আটকে ছিল ডিএলএড এর সার্টিফিকেট। এদিকে পরীক্ষা দিয়ে পাশ করেও সার্টিফিকেট হাতে না পাওয়ায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। বারবার কলেজে যাওয়ার পরও মিলছিল না সার্টিফিকেট। এমনই ঘটনা মথুরাপুর ২ নং ব্লকের সিদ্বার্থ বিএড কলেজের।
কলেজের ৫০ জন ছাত্র-ছাত্রী এই সমস্যার মধ্যে পড়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন । অবশেষে রায়দিঘীর বিধায়ক অলক জলদাতার উদ্যোগে সেই সমস্যার সমাধান ঘটল সোমবার।
ছাত্র-ছাত্রীরা সপ্তাহ খানেক আগে কোনোও সমাধান না পেয়ে দারস্থ হয় রায়দিঘীর বিধায়কের কাছে। এরপর একটি কমিটি গঠন করা হয়। দ্রুত সার্টিফিকেট দেওয়ার পক্রিয়া শুরু হয়। পরে জানা যায় কলেজের নিজস্ব সমস্যায় আইনি জটিলতায় সার্টিফিকেট মন্দিরবাজারের মৌজপুর বিএড কলেজে আটকে ছিল। সোমবার সেখান থেকেই মথুরাপুর ২ নং ব্লক শিক্ষা কর্মাধক্ষের হাত থেকে সার্টিফিকেট দেওয়া হয়। ২ বছর পর এই সার্টিফিকেট পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।