সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির আগে পুলিশের হাতে ধরা পড়ল তিন কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মগরাহাটের হলুদ বেড়িয়ার বাসিন্দা আক্রাম সরদার(২৫), মগরাহাটের মাইতির হাটের বাসিন্দা সাহেব আলি সরদার(২৬) ওরফে বাচ্চু, ও দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর মোল্লাপাড়ার বাসিন্দা আনার আলি মোল্লা(২৮)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঢোলা হাটের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে মতিলাল বাজারের কাছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওয়ান শুটার, কার্তুজ, ভোজালি, কাটারি, লোহার রড ও দড়ি, মাস্ক, হ্যান্ড গ্লাভস, রাবার গার্ড ও সেলোটেপ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯, ৪০২ ও ২৫ ওয়ান এ অস্ত্র আইনে মামলা রুজু করে । ধৃতদের বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।