কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: অস্ত্রশস্ত্র সহ ৫ জনের একটি ডাকাতদলকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরে জাহাজ ফিল্ড এলাকা থেকে অস্ত্রশস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটি চাকু এবং একটি লোহার রড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, দীপক সিংহ (১৯)। বাড়ি বর্ধমান এলাকায়।মিঠুন রবি দাস (৩৩), মঙ্গল চৌধুরী (২৪), অমিত সাহা (১৯), অচিন্ত্য মন্ডল (৩২) । বাকি ৪ জনের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান কোন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল জাহাজ ফিল্ড এলাকায়।গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।