কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: গালিগালাজ করার প্রতিবাদ করায় এক যুবককে ধারালো শাবল দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাঘ বাড়ি রাজনগর এলাকায়।জানা গেছে আক্রান্ত যুবকের নাম ফারমুজ শেখ। অভিযোগ উঠেছে রমজান শেক এবং আলিম সেখের বিরুদ্ধে।
আক্রান্তের পরিবারের অভিযোগ কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করছিল রমজান শেখ এবং আলিম শেখ। এরই প্রতিবাদ করেছিল ফারমুজ শেখ। অভিযোগ প্রতিবাদ করায় ধারালো শাবল দিয়ে তার ওপর চড়াও হয়। ঘটনায় আহত হয় ওই যুবক। এর পরই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । পুরো ঘটনার পুলিশী তদন্ত শুরু হয়েছে।