ঘাটাল উৎসব ও শিশু মেলার শেষ দিনে বলিউডের হীরো গোবিন্দা এলেন মাতালেন ঘাটালবাসীকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: ঘাটাল উৎসব ও শিশু মেলার শেষ দিনে বলিউডের হীরো গোবিন্দা এলেন এবং তার নাচ ও গানের মাধ্যমে মাতালেন ঘাটাল মহকুমাবাসীকে। মেলার শেষ দিনে তাকে দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষজন। স্টেজে পারফরম্যান্স করতে উঠেই ঘাটাল বাসীকে শুভেচ্ছা জানান।

আধঘন্টার মত স্টেজে গান ও নাচের মধ্য দিয়ে মনোরঞ্জন করেন।এই অনুষ্ঠানকে ঘিরে যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও এসডিপিও অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =