দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: হাতির ঘেরাটোপে পড়ে পিছু হটতে থাকে বাহিনী। হাতি তাড়া করলে হাতির শুঁড় এর আঘাতে গুরুতর আহত হন কুরবান আনসারি নামে CIF এর এক জওয়ান। হাতির নাগাল থেকে পালাতে গিয়ে পড়ে গিয়ে চোট পান ASI রুপেশ ছেত্রী।
যদিও এর পর আর বেশী এগোয়নি হাতির দলটি। তাতেই প্রানে বেঁচে যায় সকলে। বাহিনীর বাকি সদস্যরা আহত দের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তী করে।
ঝাড়খণ্ড লাগোয়া জমুনাশোল জঙ্গলে অপারেশন চালনোর সময় হামলা। বেশ কয়েকজন আহত। সম্প্রতি মাওবাদী গতিবিধি সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ায় টহলদারি বাড়ানো হয়েছে। ৫রাজ্যে ভোটের জন্য ৫ কোম্পানি CRPF তুলে নেয়। তার পরই রাজ্যপুলিশ টহলদারি বাড়ায়। সেই অনুযায়ী রোজকার মতো আজও যমুনা শোলের জঙ্গলে অপারেশন চালানোর সময় ঝাড়খন্ড থেকে ঢুকেপড়ে প্রায় ৩০/৩৫ টি হাতির একটি দল। তখনি এই ঘটনা ঘটে।