সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: করনা স্বাস্থ্যবিধি মেনে আবার দু দুমাস পরে শুরু হল স্কুল। সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন স্কুলগুলিতে। গতবছর নভেম্বরের শেষ সপ্তাহে পর থেকে করোনার তৃতীয় ঢেউ রাজ্যে আছড়ে পড়ার কারণে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। স্কুল খোলার দাবিতে বিক্ষোভ শুরু হয়।
অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন যে ফেব্রুয়ারি মাসে তিন তারিখ থেকে খোলা হবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। রাজ্য সরকারের নির্দেশিকা পাওয়ার পর স্কুল কলেজ গুলি সংস্কারে উদ্যোগী হয় স্কুল কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুলগুলিতে সেই পুরনো দিনের ছবি দেখা গেলো। কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রীরা। সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল গুলির সামনে মাস্ক ও স্যানিটাইজার হাতে দেখা গেল শিক্ষক ও স্কুলের কর্মীদের।
প্রতিটি ছাত্র-ছাত্রীদের থার্মাল গানের মাধ্যমে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুম গুলি প্রতি ঘন্টায় ঘন্টায় স্যানিটাইজ করা কাজ চালাচ্ছে। বহুদিন পর পুরনো বন্ধুদের দেখা আপ্লুত ছাত্রছাত্রীরা। সামাজিক দূরত্ব কথা মাথায় রেখে প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্র-ছাত্রী বসার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, প্রায় দুমাস পর স্কুল খোলার প্রথম দিনে তেমন ছাত্র ছাত্রীদের দেখা মেলেনি এমনটাই জানাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
বহু ছাত্রছাত্রীরা সংসারের হাল ধরতে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভিন রাজ্যে। রাজ্য সরকারের নির্দেশ মত পাড়ায় পাড়ায় পাঠশালা কর্মসূচি চালু করা হয়েছে। পাড়ায় পাড়ায় পাঠশালাতে ইতিমধ্যে বহু শিক্ষক-শিক্ষিকারা যোগদান করছে। আগামী দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়বে এমনটাই মনে করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা