সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকুলতলা :: এক নাবালোকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ।স্থানীয় সূত্রে খবর গতকাল রাত থেকে নিখোঁজ ছিলো বকুলতলা থানার ৪নং মনিরতট এর বাসিন্দা মীর হোসেন মোল্লা(১৩) ।
আজ সকালে তার বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা, ঘটনাস্তলে পৌছায় বকুলতলা থানার পুলিশ বাহিনী, ঘটনার তদন্তে বকুলতলা থানার পুলিশ ।