সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকুলতলা :: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা থানা এলাকার হটুগঞ্জ বাজারে। আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বুধবার মধ্যরাতে হটুগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে।
কিন্তু মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ গ্রাস করে নেয় বাজার এলাকায় বেশ কয়েকটি দোকান। খবর দেয় ডায়মন্ড হারবার দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিটের জন্য এই আগুন লাগে। কিন্তু মধ্যরাতে আগুন লাগার কারণে প্রাণহানি এড়ানো গিয়েছে। কিন্তু কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল।