দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: নিমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর ৭৫এর বৃদ্ধা লক্ষী বারিক।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ধানঘোরী এলাকায়।বৃহস্পতিবার দুপুর নাগাদ তার বাড়ি থেকে ২০০মিটার দূরে একটি নিমগাছ থেকে তার পরিবারের উদ্ধার করে তার ঝূলন্ত দেহ ।
তার পরিবার সূত্রে খবর সকাল থেকে ভালোই ছিল , বাড়ির কাজকর্ম ও করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই দুপুরে বৃদ্ধা কে বাড়িতে না দেখতে পেয়ে খোঁজ চালায় পরিবারের লোকজন। ওই বৃদ্ধার খোঁজ করতেই বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান তারা ! এর পর তার পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সাঁকরাইল থানার পুলিশ এবং দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ! এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইল ব্লকের ধানঘোরী এলাকায়। সেই সঙ্গে ওই ঘটনার পর মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।