শিল্প নিয়ে এত জলঘোলার পরেও সিঙ্গুরে টাটার জমিতে এখন মাছের চাষ

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::কোলকাতা :: সিঙ্গুরে টাটার শিল্পকারখানা স্থাপনের জন্য রাখা জমিতে এখন মাছের চাষ হচ্ছে। শিল্পকারখানার জন্য রাখা জমিতে মাছের চাষ রাজ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমালোচনার মুখেও এ জমিতে শিল্পকারখানা স্থাপনে রাজি নয় রাজ্য সরকার।

সিঙ্গুর পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক নাম। হুগলি জেলার এই কৃষিনির্ভর থানায় ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এই রাজ্যে শিল্পায়নের স্বার্থে গাড়ির একটি কারখানা গড়ার জন্য ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে লিজের মাধ্যমে তা তুলে দেয় টাটার হাতে। সিঙ্গুরের এই জমি ছিল উর্বর এবং তিন ফসলি। এখানে বেশি উৎপন্ন হতো ধান আর আলু।

সেই জমি টাটার হাতে তুলে দেওয়ার পর টাটাগোষ্ঠী এই জমিতে সস্তার ন্যানো ব্র্যান্ডের গাড়ি তৈরির জন্য গড়ে তুলেছিল কারখানা। কিন্তু সিঙ্গুরের জমির মালিকদের একাংশ সেদিন চাইছিল না এখানে গাড়ির কারখানা হোক। ৪০০ একর জমির মালিকেরা সেদিন তৃণমূল ও বিরোধী দলের নেত্রী মমতার ডাকে সিঙ্গুরে গড়ে তুলেছিলেন টাটা এবং জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন। সেই দাবির পরিপ্রেক্ষিতে সিঙ্গুরবাসী অনশন, ধর্মঘটও পালন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =