নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের দুই শিক্ষকের মারপিটের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে আজ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল আলুমনি অ্যাসোসিয়েশন।
গতকাল দুই শিক্ষকের মারপিটের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশিত খবরে যেভাবে চাউর হয়েছে তাতে স্কুলের ঐতিহ্য নষ্ট হয়েছে বলে দাবি প্রাক্তন ছাত্রদের। ১৭৫ বছরের স্কুলের এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো দেখা যায়নি। তাই গোটা ঘটনার তদন্ত দাবি করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলে সোচ্চার হল প্রাক্তন ছাত্ররা।