নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: আবহাওয়া দপ্তর এর তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল সরস্বতী পুজোর দিন এবং তার আগের দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও শীতের আমেজকে দূরে সরিয়ে বর্ষার অনুভূতি পেল গোটা নদিয়া জেলা জুড়ে।
সকাল থেকেই নদীয়া জেলার একাধিক জায়গায় কোথাও হালকা বৃষ্টিপাত আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়।যেহেতু নদীয়া জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে সেই কারণেই যদি একটানা বৃষ্টিপাত লেগেই থাকে তাহলে প্রচুর সবজি নষ্ট হয়ে যেতে পারে। তাই চিন্তিত রয়েছে নদীয়া জেলার একাধিক সবজি চাষি।