সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর এলাকায় প্রশাসনিক নির্দেশ মেনে বিগত বছরের ন্যায় ২৭ তম বছরে চৌদ্দ মাদল এর খুঁটি পূজা অনুষ্ঠিত হলো আজ।
পূজা কমিটি সহ প্রায় দুই শতাধিক মানুষ খোল করতাল বাজিয়ে খুঁটি পূজার আয়োজন করে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির তরফ থেকে জানা গিয়েছে এই চৌদ্দমাদল উৎসব মানেই ১৪ টি খোল, ১৪ টি করতাল,১৪ টি মৃদঙ্গ, ১৪ টি কাঁসি ও ঘন্টা, ১৪ টি শংখ বাজিয়ে ৭২ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন।