নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: একটি অ্যাম্বুলেন্স ও একটি মারুতি গাড়ি গুসকরার দিক থেকে বর্ধমানে আসছিল বৃষ্টির মধ্যে সিউড়ি রোডের থেকে বাঁক নেবার সময় অন্য একটি গাড়ি এই দুটিকে গাড়িকে ওভারটেক করতে গিয়ে চেপে দেয়। ফলে মারুতি গাড়িটি পাড় ভেঙ্গে পাশের নযন্যুলিতে পড়ে যায় । চার আরোহী জলে ডুবতে থাকে ।আর অ্যাম্বুলেন্সটি পুকুরের পাড়ে ঝুলতে থাকে |স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষ ছুটে আসেন। যুবকেরা ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন।অ্যাম্বুলেন্সটিও পাড়ে ঝুলছিল।সেখান থেকে রোগী ও আরোহীদের উদ্ধার করা হয়।পুলিশ ঘটনাস্থলে এসেছে ।তদন্ত চলছে ।