নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: উত্তর ব্যারাকপুর পৌর সভার ২৩ নম্বর ওয়ার্ডে রবিন ভট্টাচার্য্য কে তৃণমূলের প্রার্থী করা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় তৃণমূলের কর্মীদের মধ্যে। তাদের দাবি ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দেবাশিস দে কে প্রার্থী করতে হবে। আর এই দাবিতে ঘোষ পাড়া রোড অবরোধ করে।
কিছু দিন আগেই প্রার্থী রবিন ভট্টাচার্য্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ছিলেন। তাই তাকে বহিরাগত বলে দীর্ঘক্ষণ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অমিত কুমার সাউকে। রাতে তাকে বদল করে তার জায়গায় দেওয়া হয় যুবনেতা তরুণ সাউকে। তা মানতে নারাজ সেখানকার স্থানীয় তৃণমূল নেতা মন্নু সাউ এর অনুগামীরা।
অশোকনগর কল্যাণগড় পুরসভা ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে শুক্রবার বিকেলে গৌতম দাসের নাম প্রকাশ । পরে রাতে সেই নাম বদলে রাতে অমল কৃষ্ণ দে-র নাম প্রকাশ হয় । তাই পুনরায় গৌতমকে প্রার্থী করার দাবিতে গৌতম অনুগামীরা মানিকতলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত কে টিকিট কেন দেওয়া হলো না ? এই দাবি তুলে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ,বিক্ষোভ চলছে গোবরডাঙায় ।