পাঁচ বছরে বিজেপির সম্পদ বেড়েছে প্রায় সাড়ে ছয় গুন

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সম্পদের নিরিখে ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ক্ষমতাসীন বিজেপি। ২০১৯-২০ অর্থ বছরে দলটির সম্পদের পরিমাণ ৪ হাজার ৮৪৭ কোটি ৭৮ লাখ টাকা  । এর আগে ২০১৪-১৫ অর্থবছরে বিজেপি ক্ষমতায় আসার সময় সম্পদ ছিল ৭৬০ কোটি টাকা। সে হিসাবে পাঁচ বছরে দলটির সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ছয় গুণ।

গত শুক্রবার ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্পদের নিরিখে ভারতে দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর প্রদেশ রাজ্যের বহুজন সমাজপার্টি বা বিএসপি। তাদের সম্পদের পরিমাণ ৬৯৮ কোটি ৩৩ লাখ টাকা। এরপরেই কংগ্রেসের সম্পদ ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা । চতুর্থ অবস্থানে রয়েছে বামদল সিপিএম। তাদের সম্পদ রয়েছে ৫৬৯ কোটি ৫২ লাখ টাকা ।

সিপিএমের পরে রয়েছে উত্তর প্রদেশের মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি বা এসপি। তাদের সম্পদের পরিমাণ ৫৬৩ কোটি ৪৭ লাখ টাকা । তেলেঙ্গানার টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সম্পদের পরিমাণ ৩০১ কোটি ৪৭ লাখ টাকা । তামিলনাড়ুর এডিএমকের সম্পদের পরিমাণ ২৬৭ কোটি ৬১ লাখ টাকা । এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সম্পদের পরিমাণ ২৪৭ কোটি ৭৮ লাখ টাকা ।

এডিআরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫০টি সর্বভারতীয় এবং আঞ্চলিক দলের মিলিত সম্পদের তুলনায় বিজেপির সম্পদ বেশি। দেশের ৪৪টি আঞ্চলিক দলের মিলিত সম্পদের পরিমাণ ২ হাজার ১২৯ কোটি ৩৮ লাখ টাকা। তার মধ্যে ২ হাজার ২৮ কোটি ৭১ লাখ টাকার সম্পদের মালিক দেশের ১০টি আঞ্চলিক রাজনৈতিক দল। সম্পদের নিরিখে আবার আঞ্চলিক দলের মধ্যে শীর্ষে সমাজবাদী পার্টি।

এ ছাড়া প্রতিবেদনে সাতটি সর্বভারতীয় রাজনৈতিক দল এবং ৪৪টি আঞ্চলিক দলের ধারদেনার যে হিসাব দেওয়া হয়েছে তার মিলিত পরিমাণ ১৩৪ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে ৪৯ কোটি ৫৫ লাখ টাকার ঋণ রয়েছে কংগ্রেসের। তৃণমূলের ঋণ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =