কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকা থেকে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ।পিসি পার্টির অফিসার আনসারুল হকের নেতৃত্বে ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায় হানা দেয় পুলিশ।
সেখানে আগ্নেয়াস্ত্রসহ এক দুস্কৃতিকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতর নাম, রয়্যাল সেখ (২০)। বাড়ি মানিকচক থানার জালালপুর এলাকায়।ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৪ টি পাইপগান।পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার জন্য ওই যুবক উপস্থিত হয়েছিল চন্ডিপুর এলাকায়। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।