কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ইংরেজবাজার থানার মহেশপুর আদিবাসি পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম ভারতী মার্ডি (৩১) ।
এদিন সকালে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজের মর্গে। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন তার এক ছেলে এক মেয়ে রয়েছে। এদিন সকালে বাড়ি-ফাকা-পেয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।