সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: পাথরপ্রতিমা থানার পূর্ব সুরেন্দ্রনগর এলাকায় বাঘের আতঙ্ক এখনো কাটেনি।রবিবার বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা ।রবিবার সারাদিন বাঘের খোঁজে তল্লাশি চালায় রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা ।সোমবার সকাল থেকে জঙ্গল লাগোয়া বেশ কিছুটা জায়গায় জাল লাগানোর কাজ শুরু করলো বনদপ্তর এর কর্মীরা ।জাল লাগালেও এখনও আতঙ্ক কাটেনি এলাকার মানুষদের ।বাঘের উপস্থিতি মাঝে মাঝেই বুঝতে পারছে গ্রামের মানুষ ।সেই কারণে এখনো আতঙ্কে রয়েছে নদী লাগোয়া বাসিন্দারা। গ্রামবাসীরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাঘটিকে ধরার ব্যবস্থা করুক বনদপ্তর ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বন আধিকারিক মিলন কান্তি মন্ডল বলেন ,বাঘের খোঁজে তল্লাশি এখনো চলছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জাল দিয়ে ঘেরা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সবরকম ব্যবস্থা আমরা নেব।