নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: বিষ্ণুপুরে তৃণমূলের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত ১১ নম্বর ওয়ার্ডেও তৃণমূল প্রার্থী বদলের দাবি উঠলো। শাসক দল ওয়ার্ডে প্রার্থী করেছে দেবব্রত ঘোষ ওরফে কুচুন ঘোষকে । ঐ ওয়ার্ডের তৃণমূল কর্মীদের অভিযোগ, দল যাকে প্রার্থী করেছে বিগত বিধানসভা নির্বাচনেও সেই দেবব্রত ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে ভোট করেছে। এমনকি তাঁর ছেলে বিজেপির সক্রিয় কর্মী।
একই সঙ্গে তাদের আরো অভিযোগ, মাত্র কিছু দিন আগেও দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও দলের শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্য সরকারকে কুরুচিকরভাবে ব্যাঙ্গ করেছিল এই দেবব্রত ঘোষ। তারপরেও কিভাবে দলের টিকিট পায় সে নিয়েও তারা প্রশ্ন তোলেন।
সোমবার দলীয় প্রার্থী বদলের দাবিতে ঐ ওয়ার্ডে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শণের পাশাপাশি টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন করেন তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ।বিক্ষুব্ধদের হুমকি প্রার্থী বদল না হলে এই ওয়ার্ডে তাঁরা নির্দল প্রার্থী দেবার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে ।