ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী। একদিকে দেওয়াল লিখন করে প্রচার আরম্ভ করেছেন কাকলি চৌধুরী। অন্যদিকে নমিনেশনের জন্য ডিসিআর কাটলেন মনীষা সাহা। দুজনেই তৃণমূলের প্রার্থী বলে দাবি করেছেন।

কাকলি চৌধুরী বলেন, দল আমাকে তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে। জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন।তাই আমি প্রচার শুরু করে দিয়েছি।

দেওয়াল লিখন করছি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। আমি জয়লাভ করবো। অন্যদিকে তিন নম্বর ওয়ার্ডে মনীষা সাহা নিজেকে প্রার্থী হিসেবে দাবি করছেন। নমিনেশনের জন্য ডিসিআর কাটার সময় তিনি সাংবাদিকদের জানান, তিনি তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি হয়েছে। তা দ্রুত মিটে যাবে।

চব্বিশ ঘণ্টা আগেই তৃণমূলের প্রার্থী তালিকা অনুযায়ী জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্স ইংরেজবাজার তিন নম্বর ওয়ার্ডে কাকলি চৌধুরীর নাম ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টার মধ্যে আরেকটি লিস্ট বের হয়। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী রয়েছেন মনীষা সাহা। আর প্রার্থী করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =