গোসাবায় মোবাইল ভ্যাকসিন নৌকার সূচনা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসবা :: সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়া এবং শিস এর যৌথ উদ্যোগে সুন্দরবনের জল পথে শুভ সূচনা করলেন মোবাইল ভ্যাকসিন নৌকার।এদিন মোবাইল ভ্যাকসিন নৌকার শুভ সূচনা করেন গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী,গোসাবা জয়েন্ট বিডিও মইদুল ইসলাম।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার ইন্ডিয়ার ম্যানেজার বাসব রুজ,শিসের কর্ণধার এম এ ওয়াহাব প্রমূখ।সুন্দরবনের গোসাবা ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে সাধারণ মানুষজন। সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়।পাশাপাশি ক্লিনিকেরও পরিষেবা থাকছে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =