কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আগামী ২৭শে ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন। ৯ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সেদিকে লক্ষ্য রেখে ইংরেজবাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের চার প্রার্থী।
ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিন আট নম্বর ওয়ার্ডের কাকলি চৌধুরী, বারো নম্বর ওয়ার্ডের ছবি দাস এবং তিন নম্বর ওয়ার্ডের মনীষা সাহা এই তিনজন প্রার্থীকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসন ভবনে।
সোমবার কালিতলা দলীয় কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল বের করে চার জন প্রার্থী শহর পরিক্রমা করে জেলা প্রশাসন ভবনে এসে মনোনয়নপত্র জমা দেন। কৃষ্ণেন্দু বাবু জানিয়েছেন, পৌরসভা এলাকা কিভাবে উন্নয়ন করা যায় তার সমস্ত বিষয় জানা আছে, কারণ তিনি দীর্ঘদিন পৌরসভা চালিয়েছেন।
আগামী দিনে পৌরসভা বাসিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষেবা দেওয়া যায় তার সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। এবং পৌরসভা তৃণমূলের দখলেই থাকবে একথাও তিনি জানান।