নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমানের আউসগ্রাম থেকে একটি হাতি আজ সোমবার মোলডাঙ্গা হয়ে শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যে প্রবেশ করে। এলাকায় হাতি ঢোকার ঘটনায় বল্লভপুর অভয়ারণ্য লাগোয়া আদিবাসী গ্রাম গুলিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাত থেকেই সতর্ক জেলা বন বিভাগ।
এই মুহূর্তে হাতিটি বল্লভপুর অভয়ারণ্যের ৩ নম্বর ঝিলের জঙ্গলে অবস্থান করছে বলে জানা গেছে বনদপ্তর সূত্রে। ইতিমধ্যেই হাতিটিকে নিয়ন্ত্রণ করতে বর্ধমান ও বাঁকুড়া থেকে হুলা পার্টি উপস্থিত হয়েছে। ঘটনায় নজর রাখতে বল্লভপুর অভয়ারণ্যে রয়েছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার দেবাশিস প্রধান ও এডিএফও দেবরাজ সুর। তবে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি বলে জানিয়েছেন বনাধিকারিকরা।