মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: পৌর নির্বাচনে ঘন্টা বেজে গিয়েছে। ভোট প্রচারে মাঠে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। ডায়মন্ড হারবার পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১৬ । ডায়মন্ড হারবার পৌরসভার তৃণমূলের দখলে । নিজেদের দখলে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা।

ডায়মন্ড হারবার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে ডায়মন্ড হারবার মহাকুমার শাসকের কার্যালয়ে উপস্থিত তৃণমূল প্রার্থীরা।মিছিলের নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার জানান, ডায়মন্ডহারবার মানুষের ওপর আমাদের আস্থা আছে।

                                                                                                   বিজ্ঞাপন

ডায়মন্ডহারবার মানুষ পুনরায় তৃণমূল এর সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে ডায়মন্ড হারবার পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =