সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের ভুবন নগরের কাছে রেললাইনের পাশ থেকে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল জিআরপি। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম দেবিকা মাইতি (২০)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা এলাকায়।
দেবিকা কাকদ্বীপের একটি শপিংমলে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। জিআরপি ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বুধবার রাত ন’টা নাগাদ দেবকী শপিং মলের কাজ সেরে বাড়ি ফেরার জন্য বেরিয়ে যান।
এরপর তিনি নামখানা যাওয়া জন্য সাড়ে ৯টা ট্রেন ধরার জন্য কাকদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও, দেবিকা রাতে আর বাড়ি ফেরেননি। এদিন ভোরে ভুবননগর এলাকার রেললাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। যদি এই ঘটনার তদন্ত শুরু করেছে বারাইপুর জিআরপি।
এদিন সকালে স্নাইপার ডগ নিয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করে জিআরপি। এমনকি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।