নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: তান্ত্রিক স্বামীর তন্ত্রের শিকার হলেন পাচ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী। শ্মশান লাগোয়া আত্রেয়ী নদী থেকে উদ্ধার নগ্ন দেহ। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকায়৷ আত্মহত্যা নাকি খুন তা দিয়ে ধন্দে রয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম পাখি মুর্মু (২১)। মুর্শিদাবাদের আজিমগঞ্জ এলাকার বাসিন্দা ওই মহিলার বেশ কয়েকবছর আগে বালুরঘাটের সৈয়দপুরের বাসিন্দা স্বপন মুর্মুর সাথে বিয়ে হয়। যাদের চার বছরের একটি শিশুপুত্র ছাড়াও পাচ মাসের অন্তস্বত্ত্বা ছিলেন মৃত ওই মহিলা।
জানা যায়, প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। মহিলার স্বামী স্বপন মুর্মু তান্ত্রিক মতে কখনও শ্মশানে কখনও বাড়িতে পূজা ও যাগযজ্ঞ করতেন বেশ কিছুদিন ধরেই।
স্ত্রী নিখোঁজ হবার পর থেকেই নিজেকে একপ্রকার ঘর বন্দী করে নিয়েছিল স্বপন। ঘরেই ত্রিশূল, তীর ধনুক দিয়ে পূজার্চনা করছিল কয়েকদিন ধরেই। কাউকে ঢুকতেও দেয়নি সেই ঘরে বলেও অভিযোগ।
এতেই কিছুটা সন্দেহ হয় স্থানীয় লোকজন ও পরিবারের লোকেদের মধ্যে। এদিন সকালে পাগলীগঞ্জের শ্মশান লাগোয়া এলাকা থেকে নিখোঁজ ওই মহিলার নগ্ন দেহ উদ্ধার হতেই তুমুল হইচই পড়ে যায়।
স্বামীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন মৃতার মা মিনাক্ষি মুরারী। তার অভিযোগ, নিজের তন্ত্রমন্ত্রের সফলতা বের করতেই তার মেয়েকে খুন করেছে জামাই।