নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: দলের রাজ্য সহ সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এক সাংবাদিক সম্মেলন করে বলেন, দেবব্রত ঘোষের সল্টলেকের ঠিকানা ও বিষ্ণুপুরের ঠিকানায় দু’টি আলাদা আলাদা ভোটার কার্ড আছে। যা আইন বিরুদ্ধ। এই অবস্থায় তাঁকে গ্রেফতার ও প্রার্থী পদ বাতিল করা উচিত।
এবিষয়ে ঐ ওয়ার্ডের বিজেপি প্রার্থী মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এখানে কাজ না হলে দলের তরফে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন সৌমিত্র খাঁ জানান।
বুধবার বিষ্ণুপুরে মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বৃহস্পতিবার সেই মনোনয়নপত্র খতিয়ে দেখা হয়। এই অবস্থায় ঐ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত ঘোষের মনোনয়নপত্র বাতিলের দাবি জানালো বিজেপি।