কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ইলেক্ট্রিক ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে মহিলা ও তার দুই মেয়েকে প্রকাশ্যে হেনস্তা ও মারধর করার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার দলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মালদার ইংরেজবাজার থানার নিয়ামতপুর আমগাছি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত মেম্বার ও তার দলবলের বিরুদ্ধে মিলকি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে মহিলার পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যখন মহিলার নাম সলিনা বিবি (৩৬), স্বামী জুমরাতি সবজি। পেশায় শ্রমিক। জানা গেছে স্থানীয় পঞ্চায়েত মেম্বার সাইরুদ্দিন সবজির বাড়ির সামনে ইলেকট্রিক ট্রান্সফর্মার রয়েছে। বাড়ির সামনে ইলেকট্রিক ট্রান্সফর্মার থাকায় বাড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে, এমনকি বাড়ির সামনে ইলেকট্রিক ট্রান্সফর্মার থাকায় বাড়ির সামনের অংশের নানান সমস্যা হচ্ছে। তাই ক্ষমতাবলে নিজের বাড়ির সামনে থেকে ট্রান্সফর্মার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ছক কষেন।
প্রতিবেশী জুমরাতি সবজির বাড়ির সামনে পূর্ত দপ্তরের জায়গায় ট্রান্সফর্মার বসানো চেষ্টা করেন। সেখানে পূর্ত দপ্তরের জায়গায় জুমরাতি সবজির একটি ফলের দোকান রয়েছে। সেই ফলের দোকান ভেঙে বাহুবলে ইলেকট্রিক ট্রান্সফর্মার বসানোর চেষ্টা করে। এতেই বাধা দিতে যায় জুমরাতি সবজি ও তার পরিবারের লোকেরা।
অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার দলবল জুমরাতি সবজিকে বেঁধে রাখেন। এতেই বাধা দিতে যায় তার স্ত্রী ও দুই মেয়ে। অভিযুক্তরা প্রকাশ্যে ওই মহিলা ও তার দুই মেয়েকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
পরিবারের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে মিল্কি পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিগৃহীত পরিবারের লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত সদস্য ও তার দলবল তাদের বাড়ির সামনে ট্রান্সফর্মার বসানোর চেষ্টা করছে। এর আগেও একবার বাধা দেয়।
থানায় অভিযোগ জানালে পুলিশ সেখানে ট্রান্সফর্মার বসাতে বারণ করে। কিন্তু আবারও বাহুবলে সেখানে ট্রান্সফর্মার বসানোর চেষ্টা করে অভিযুক্তরা।