বহিরাগত বিজেপি প্রার্থী কে একটিও ভোট নয়। সৌজন্যে ১৯ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি

কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: বহিরাগত বিজেপি প্রার্থী কে একটিও ভোট নয়। সৌজন্যে ১৯ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি। ১৯ নম্বর ওয়ার্ডে হায়দারপুরে এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ বিরোধীরা এই কাজ করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি গোষ্ঠী কোন্দলে জর্জরিত দল বিজেপি। এটা তাদেরই কর্মীদের কাজ। ইংরেজবাজার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড।

এই ওয়ার্ডে এবারে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী কাউন্সিলার রুনু দাস কে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোহিত হালদার কে। ১৮ নম্বর এর বাসিন্দা রোহিত ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ায় কি এই দেওয়াল লিখন ! জোর জল্পনা রাজনৈতিক মহলে। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, প্রার্থী নিয়ে একটা অসন্তোষ ছিল তবে এখন তা মিটে গেছে।

এই দেওয়াল লিখনের পেছনে ষড়যন্ত্র রয়েছে বিরোধীদের। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহ-সভাপতি জয়ন্ত দাস বলেন, গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি। কেবলমাত্র এই ওয়ার্ড নয় সারা বাংলায় বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে। তারই বহিঃপ্রকাশ এই দেওয়াল লিখন। ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। আর এই দেওয়াল লিখন ঘিরে পুরভোটের আগে সরগরম মালদার রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =