কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মাটির নীচ থেকে বের হচ্ছে জ্বালানি গ্যাস বের হওয়ার ঘটনায় চাঞ্চল্য ।মালদার ভুতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নন্দীটোলা গ্রামের ঘটনা। নলকূপের নল দিয়ে গ্যাস বের হচ্ছে বলে দাবি এলাকার মানুষের।রবি মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ির নলকূপ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি।
শুক্রবার তার বাড়িতে নলকূপের পাইপ বসানোর সময় গ্যাসের গন্ধ বের হতে থাকে। ওই গ্যাস আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে বলে দাবি বাসিন্দাদের।এই ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ।