নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত জয়পুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে দাদার হাতের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন ভাই। শুক্রবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা জয়পুর গ্রাম জুড়ে। প্রসঙ্গত শুক্রবার জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সাহার দুই ভাইয়ের মধ্যে একটি পারিবারিক বিবাদ তৈরি হয় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ।
সেই বিবাদের জেরে কেশব সাহা ও মাধব সাহা দুলাল সাহার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ।আর সেই অস্ত্রের কোপে গুরুতর আহত হন দুলাল সাহা । জয়পুরে ভাইয়ের হতে ভাই আক্রান্ত হবার পর দুলাল সাহাকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা দুলাল সাহা অস্ত্রোপচার করে বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।