বেলপাহাড়ীতে ব্যাংক খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ছক গ্রেপ্তার তিন অভিযুক্ত

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে ২০২১ সালে বন্ধন মাল্টি স্টেট ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি ব্যাংক খোলা হয় ওই ব্যাংক ২০২১ সালের ২১ শে নভেম্বর বন্ধ হয়ে যায় ।

ওই ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে নেওয়া হয়। পরে চাকরি প্রার্থীরা জানতে পারে ওই ব্যাংকটি বন্ধ হয়ে গিয়েছে এবং তারা প্রতারক দের হাতে পড়েছে।

তারপরে তারা বেলপাহাড়ি থানায় প্রতারকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে।বেলপাহড়ি থানায় পুলিশ অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই হেমন্ত মাহাতো, রঞ্জিত সিং,অরুন মাহাতো নামে তিনজনকে গ্রেপ্তার করে ।বেলপাহাড়ি থানার পুলিশ শনিবার ওই ৩ জনকে ঝাড়গ্রাম আদালতে তোলে।

ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর হেমন্ত মাহাতো ও রঞ্জিত সিং কে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন ।

বাকি অরুণ মাহাতোকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।বেলপাহাড়ি থানার পুলিশ ওই দুইজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eleven =