আবারও দক্ষিণ রায়ের হানায় প্রাণ গেল এক কাঁকড়া শিকারির ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: আবারও দক্ষিণ রায়ের হানায় প্রাণ গেল এক কাঁকড়া শিকারির । মৃতের নাম পুঞ্চু মুন্ডা । কুলতলির মইপীঠ উপকূল থানার নাগেনাবাদ এলাকার বাসিন্দা ।স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, মৎস্যজীবীদের একটি দল সুন্দরবনের আজমলমারির জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে যায়। সেখানেই শনিবার সন্ধ্যায় নদীর চরে নেমে কাঁকড়া সংগ্রহ করার পরিকল্পনা করার সময় একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে ওই দলের উপরে।

পুঞ্চু মুণ্ডাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জঙ্গলের ভিতরে কিছুটা চলেও যায়। বাকি সঙ্গীরা কোনমতে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে পুঞ্চু মুন্ডার দেহ। তার জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৭ বছরের ওই ব্যক্তি। সঙ্গীদের বক্তব্য , চরে নৌকা ঠেকাতেই সঙ্গে সঙ্গে বাঘটি জঙ্গল থেকে লাফিয়ে পড়ে নৌকার উপরে এবং মুখে করে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়।

পরে তারা জঙ্গলে নেমে দেহটিকে ছাড়িয়ে নিয়ে আসে । কিন্তু ততক্ষণে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে । নিহতের সরকারিভাবে মাছ কিংবা কাঁকড়া ধরার অনুমতি ছিল না বলে বনদপ্তর সূত্রে খবর । তাই কোনও ক্ষতিপূরণও পাবেনা পুঞ্চু মুন্ডার   পরিবার । পরিবারের মূল রোজগেরেকে মানুষটিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে এখন মুন্ডা পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =