BREAKING NEWS :: ৭০৩ বছর পর এবার হুগলির ত্রিবেনীতে হচ্ছে কুম্ভস্নান।

নিউজ ডেস্ক  :: সংবাদ প্রবাহ :: ত্রিবেনী :: সেন রাজাদের পরবর্তী কালে ইস্লামিক শাসনের সূচনা পর্বে ত্রিবেনীতে কুম্ভ স্নান বন্ধ হয়ে যায়। বাংলার গৌরব ফেরাতে হলে ফেরাতে হবে ত্রিবেণীর সাংস্কৃতিক ঐতিহ্য কে। সেই সংকল্পে চেষ্টা শুরু হয় ১বছর আগেই। উৎসাহ জুগিয়ে গেছেন বষ্টন প্রবাসী কাঞ্চন ব্যানার্জি, নিউইয়র্ক এর শ্রীকান্ত মুখার্জি। এক বছর অনলস পরিশ্রমের সংগী সাধন মুখার্জি, ব্রজেন রায়, সমীর গুহ রায়, শ্যামাঞ্জন শূর।১২ এবং ১৩ঈ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেনী কুম্ভো মেলা |প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী আর ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ। আজ তার ঐতিহাসিক আনুষ্ঠানিক ঘোষনা হলো।

বিভিন্ন আখাড়ার নাগা সন্ন্যাসী ও বিভিন্ন ঘরানার সাধুরা আছেন । এই কুম্ভস্নান বাস্তবায়িত হলে গতি পাবে সুপ্রাচীন ঐতিহ্যবাহী ভারতীয় পরম্পরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 4 =