পাথরপ্রতিমা ব্লক সুন্দরিনি সমবায়িকা 2022″ প্রশিক্ষণ কর্মশালার” উদ্বোধন করলেন পাথর প্রতিমার বিধায়ক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাজ্যের মূখ্য সচিব সমবায় এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এম ভি রাও ও মন্ত্রী বঙ্কিম হাজরার উপস্থিতিতেই পাথরপ্রতিমা ব্লক সুন্দরিনি সমবায়িকা 2022″ প্রশিক্ষণ কর্মশালার” উদ্বোধন করলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।

পাথরপ্রতিমার গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে “সুন্দরিনী সমবায়িকা” ও গদামথুরা মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃএর আলোচনা গৃহের উদ্বোধন হয।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের মধ্যে সুন্দরিনী প্রকল্প। এই প্রকল্পে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য মধু,মাছ,কাঁকড়, চাল ডাল পেকেজিং করে ক্রয়-বিক্রয় করে মহিলারা ইতিমধ্যে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই প্রকল্পের মান যাতে আরো সুন্দর করা যায় তাই আজ এই উদ্যোগ বলে জানালেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব এম বি রাও বঙ্কিম হাজরা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, রায়দিঘি বিধায়ক অলোক জলদার সমবায় দপ্তরের এ আর সি এস গৌতম ঘোষ এবং সমবায় দফতরের বিভিন্ন আধিকারিক, পাথরপ্রতিমার 20টি সমবায়ের বোর্ড অব ম্যানেজমেন্ট ম্যানেজার সহ অন্যান্যরা এবং প্রচুর মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =