দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ফসলের ক্ষেতে হানা দেওয়ার সময় পরিতক্ত কুয়োতে পড়ে গেল দলমার দাঁতাল। এহেন ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম এর লালগড় রেঞ্জের পাটাঝরিয়া এলাকায়।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই মহিষডোবার জঙ্গলে ৮০ থেকে ৮৫ টি দলমার দাঁতাল রয়েছে । তাদের মধ্যে গতকাল একটি হস্তি শাবক এর জন্ম হয়। সে কারণেই বনদপ্তর হাতির দলটিকে অন্যত্র সরাতে পারেনি।গতকাল রাতেই হাতির দল মহিষ ডোবা জঙ্গল লাগোয়া পাটা ঝরিয়া গ্রামের ফসল ক্ষেতে ঢুকে পড়ে। আর সে সময়ে ঘটে বিপত্তি। সোমবার সকালে স্থানীয় মানুষজন বনদপ্তরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বনদপ্তর কুয়োতে পড়ে যাওয়া হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।