কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদা জেলা পরিষদের নির্বাচনে ফাঁকা জায়গায় এবারে সভাধিপতি হলেন তৃণমূল কংগ্রেসের এ টি এম রফিকুল হোসেন। এতদিন তিনি মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য ছিলেন। গতকাল তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি মালদা জেলার নির্বাচনে সভাধিপতি হিসেবে রফিকুল বাবুর নাম ঘোষণা করতেই খুশীর হাওয়ায় মাতেন তার অনুগত তৃনমূল কর্মী-সমর্থকরা।
পাশাপাশি এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে স্বপন মিশ্র ,সেতারা খাতুন ও আরিফুর রহমান মিয়ার নাম ঘোষণা করা হয়।এ প্রসঙ্গে উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই মালদা জেলা পরিষদের সভাধিপতি পদটি ফাঁকা অবস্থায় পড়ে ছিল ।এবারে জেলা সভাধিপতি পদটি পূরন হলে মালদা জেলা পরিষদের কাজে অনেকটাই গতি আসবে বলে আশা জেলাবাসীর ।
ঘোষণা হতেই রফিকুল বাবুর বাসভবনে সংবর্ধনা ঞ্জাপন করার জন্য ভিড় জমান অসংখ্য তৃনমূল কর্মী-সমর্থক। তবে সভাধিপতি নির্বাচিত হয়ে সকলকে একসাথে নিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন রফিকুল বাবু।