কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ভোট প্রচারে হুমকি,বাধা দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীকে।অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।থানায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মার।অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরীর। ঘটনার তদন্তের নির্দেশ সদর মহকুমা শাসকের।
ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে এবারে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী কাউন্সিলার কাকলি চৌধুরীকে।অন্যদিকে বিজেপি প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের বিজেপির বিদায়ী কাউন্সিলর সঞ্জয় শর্মাকে।বিজেপি প্রার্থীর অভিযোগ ওই ওয়ার্ডের কামার পাড়া এলাকায় যখন তিনি প্রচার করেছিলেন সেই সময় তাকে প্রচারে বাধা দেওয়া হয়।
তৃণমূলের বাইক বাহিনী তাকে প্রচারে বাধা দেয়। এমনকি হুমকিও দেওয়া হয়। এই ঘটনার লিখিত অভিযোগ ইংরেজবাজার থানায় দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন তাকে হুমকি দিয়ে কোন লাভ হবে না। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে বলেও তিনি জানান।
যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী। তিনি বলেন এই ওয়ার্ডে আমি ঘরের মেয়ে। দীর্ঘ ৭ বছর ধরে কাউন্সিলর আছি। উনি একা একা প্রচার করছেন সঙ্গে কোনো লোক নেই। সঙ্গে কোন লোক না পেয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি।
এই বিষয়ে সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন,ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে।