নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও, যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ালেন ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ভাটপাড়ার বিদায়ী পুর প্রশাসক গোপাল রাউত।
মঙ্গলবার তিনি বাড়ি বাড়ি লিফলেট বিলি করে লড়াইয়ের ময়দান থেকে সরে আসার কথা জানালেন। লিফলেটে লেখা আছে, ভাটপাড়ায় উন্নয়নের ধারা বজায় রাখতে প্রার্থীপদ বাতিল করলাম।
ওয়ার্ডের সকলকে অনুরোধ করছি, তৃণমূল প্রার্থী গোপাল রাউতকে ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়ী করুন। যদিও রবীন্দ্র কুমার সিংয়ের দাবি, তাকে শাসকদলের পক্ষ থেকে কোনও চাপ সৃষ্টি করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রবীন্দ্র কুমার সিংয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন তৃণমূল প্রার্থী গোপাল রাউত।