ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সরকারি নির্দেশে আজ থেকে খুলে গেল প্রাথমিক স্তর থেকে সব স্কুলের পঠন পাঠন ।আবার সেই স্কুল প্রাঙ্গনে দু’বছর আগে এসেছিল শেষবার এবার আবার ফিরে পাওয়া গেল সেই বন্ধু-বান্ধব এবং স্কুলের ঘরটিকে। স্কুলের প্রবেশ পথের মুখেই দাঁড়িয়েছিলেন দিদিমণিরা। সকলের মাথায় পুষ্পবৃষ্টি করে ঢুকিয়ে দিলেন বিদ্যালয়ের ভিতরে হাতে ধরিয়ে দিলেন মিষ্টির প্যাকেট।একদিকে দিদিমণিদের এই আন্তরিকতা অন্যদিকে বন্ধুদের সঙ্গে আবার দেখা দুই মিলিয়ে কলতানে ভরে উঠলো স্কুল ঘরগুলি।সকলকে মুখে মাস্ক পরে থাকার জন্য বারবার শিক্ষিকারা আবেদন করলেন।মুখের কাপড় ভেদ করে বেরিয়ে এলো একে অপরকে দেখে কেমন আছিস? দীর্ঘ দুই বছর পর শুরু হলো নাম ডাকা !
খুদেদের মাঝখান থেকে থেকে ভেসে এলো ইয়েস ম্যাম।আর বাড়িতে ভালো লাগছিল না স্কুলে এসে খুবই ভালো লাগছে আর যেন বন্ধ না হয় স্কুল এটাই আবেদন ক্ষুদেদের ।অনেকদিন পর স্কুলে আসতেই কেমন হলো শিক্ষিকাদের আপ্যায়ন আর কেমনই বা ছিল পড়ুয়াদের অভিব্যক্তি তা বোঝা যাবে সঙ্গের হুগলি গার্লস হাইস্কুলের ভিডিও টি দেখলেই