সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের ইরফানখালি এলাকায় প্রত্যাশা পাঠশালায় কাবেরী হালদার স্মৃতি স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাত ধরা খেলায় মাতলেন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মহিলারা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ পাল, সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবক আকুল বিশ্বাস,সুকুমার সানা,প্রশান্ত সরকার,লিপিকা মজুমদার,গৌতম মজুমদার প্রমূখ।
এদিন মহিলারা হাঁস ধরা খেলার সাথে সাথে দড়ি ধরে মারো টান. শক্তি প্রদর্শন,যেমন খুশি সাজো খেলায় সকলের মন জয় করে নেয়।এছাড়াও প্রত্যাশা পাঠশালা কচিকাঁচাদের খেলাধূলা ছিল চোখে পড়ার মতন।খেলাধূলার শেষে সকল অংশগ্রহণকারী কে পুরস্কৃত করা হয়।